স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: জেলার কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় রাস্তার পাশ থেকে বস্তাবন্ধি অবস্থায় অজ্ঞাত এক ব্যাক্তির(৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহসপতিবার বিকাল সাড়ে ৫টায় পুলিশ ওই লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাস্তার পাশে বস্তার ভেতর থেকে মানুষের গন্ধ পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে ওই বস্তা খুলে মানুষের লাশ দেখতে পায়। অতঃপর লাশটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশের ধারণা, চলন্ত যানবাহন থেকে বস্তবন্ধি অবস্থায় লাশটি ফেলে রাখা হয়ে থাকতে পারে।
কালিয়াকৈর থানার মৌচাক ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) সৈয়দ আজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।