ঢাকা: ইউরো মিশনের শুরুতেই হোঁচট খেল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে এগিয়ে থেকেও আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলের হতাশাজনক ড্র নিয়ে মাঠ ছাড়ে পর্তুগিজরা। ‘এফ’ গ্রুপের অপর ম্যাচে দশজনের দলে পরিণত হওয়া অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছে হাঙ্গেরি।
খেলা শুরুর ৩১ মিনিটে মিডফিল্ডার আন্দ্রে গোমেজের পাসে পর্তুগালকে লিড এনে দেন সাবেক ম্যানইউ তারকা নানি। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ফার্নান্দো সান্তোসের শিষ্যরা। কিন্তু দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মাথায় পর্তুগিজদের দুঃস্বপ্ন উপহার দেন আইসল্যান্ড মিডফিল্ডার বার্কির বিজার্নাসন।
জয়সূচক গোলের জন্য গোমেজ-নানি-রোনালদোদের চোখেমুখে যেন হতাশার প্রতিচ্ছবিই ফুটে ওঠে। শেষ পর্যন্ত সমতায় থেকেই ম্যাচের নিষ্পত্তি ঘটে। পয়েন্ট খোঁয়ানোর মধ্য দিয়ে ‘ফেভারিট’ পর্তুগালের ইউরো যাত্রা শুরু হলো।
গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে পর্তুগিজরা। আগামী রোববার (১৯ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি শুরু হবে।