ঢাকা: সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে এক শিয়া মাজারের বাইরে শনিবার যে দুটি আত্মঘাতী বোমা হামলা হয়েছিল জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) তার দায় স্বীকার করেছে। ওই হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১৩ জনেই বেসামরিক মানুষ। হামলায় আহত হয়েছে আরো ৩০ জনের বেশি মানুষ।
শনিবারের ওই হামলার দায় স্বীকার করেছে আইএস। হামলা সম্পর্কে তারা তাদের নিজস্ব সংবাদ সংস্থা আমাক’কে একটি এক বিবৃতিও পাঠিয়েছে।
এর আগে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা’র খবরে বলা হয়, শনিবার এক আত্মঘাতী ও এক গাড়িবোমা হামলাকারী সায়িদা জায়নব মাজারের প্রবেশপথে ওই হামলা চালায়। সারা বিশ্বের শিয়া সম্প্রদায় এই মাজারকে পরম শ্রদ্ধার চোখে দেখে থাকে।
দামেস্কের কেন্দ্রস্থল থেকে মাত্র ১০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত মাজারটি সরকারপন্থী বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকলেও আইএসসহ বিভিন্ন জিহাদি গ্রুপ এখানে হামলার প্রচেষ্টা চালিয়ে আসছে। এর আগে গত ২৫ এপ্রিল সায়িদা জায়নব মাজারে চালান হামলায় কমপক্ষে সাতজন নিহত ও আরো অনেকে আহত হয়েছিল।