ট্টগ্রাম : ভোগ্যপণ্য ও কাঁচা তরিতরকারিতে দাম বেশি রাখার দায়ে আগোরা সুপারশপকে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকাল ১১টার দিকে নগরীর প্রবর্তক মোড়ের আফমি প্লাজায় এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বাংলামেইলকে বলেন, কাঁচামরিচ, টমেটো, বেগুন, চিনি ইত্যাদি পণ্যের দাম বেশি রাখার দায়ে আগোরাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটি ৩০ টাকার কাঁচামরিচ বিক্রি করছে ৮০ টাকা, ৩০ টাকার টমেটো ৬৫ টাকা, ২৫ টাকার বেগুন ৫৫ টাকা, ৫৫ টাকার চিনি ৬৩ টাকা বিক্রি করছিল।
পূর্ব ঘোষণা অনুযায়ী রমজানের প্রথম দিন থেকেই অভিযান শুরু করে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম। এতে স্বস্থি এসেছে চট্টগ্রামের ভোগ্যপণ্যের বাজারে। গত দুদিনে নগরীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে মোট ২৩ লাখ ৯১ হাজার টাকা জরিমানা করেছে বাজার মনিটরিং টিম।