স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অনেকে বলছে পুলিশের মনোবল ভেঙে গেছে। তবে আমি বলবো পুলিশের মনোবল ভাঙেনি বরং তারা বাবুল আক্তারের স্ত্রীর খুনিদের ধরার বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে আয়োজিত এক ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি। তিনি বলেন, টার্গেট কিলিং বন্ধে প্রিঅ্যাকটিভ গোয়েন্দা নজরদারি বাড়ানোর চেষ্টা চলছে। শুধু বাবুল আক্তারের স্ত্রীই নয় সব হত্যাকা-ের খুনিদের ধরা হবে। গত কয়েকদিনের বেশকিছু টার্গেট কিলিংয়ের পর দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিত কেমন আছে সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের মনোবল ভেঙে যায়নি। খুনিদের ধরার বিষয়েটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে পুলিশ। খুনিরা দেশকে অস্থিতিশীল করতে চায়, যুদ্ধাপরাধীদের বিচার নস্যাৎ করতে চায়।