টাঙ্গাইলের মির্জাপুরে আবু সাঈদ ওরফে নুরু মাস্টার (৭০) নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নুরু মাস্টার বেলতৈল গ্রামের রহম আলী সরকারের ছেলে।
মঙ্গলবার রাতে উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামে এ ঘটনা ঘটে। দুই ছেলে ও স্ত্রী বাড়িতে না থাকায় মঙ্গলবার রাতে নুরু মাস্টার বাড়িতে একাই ছিলেন। দুর্বৃত্তরা টিনের বেড়া কেটে ঘরে ঢুকে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। সকালে নিহতের স্ত্রী বাড়িতে এসে ঘরে ভেতর নুরু মিয়াকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।