আরও ১০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে

Slider জাতীয়

2016_02_24_21_18_58_5kfAQGU6WiiYdqmf5VWXEsPlVk85RZ_original

 

 

 

 

সংসদ ভবন থেকে: আগামী ডিসেম্বরের মধ্যে আরও ১০টি অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ আগামী ১৫ বছরের মধ্যে সারাদেশে ৭৫ হাজার একর জমিতে ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ শুরু করেছে।

বুধবার (৮জুন) সকালে দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনে লক্ষীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল এর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান।

এ পর্যন্ত ৬৮টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য স্থান নির্বাচন সম্পন্ন হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘গত ২৮ ফেব্রুয়ারি আমি ১০টি অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করি। অন্যান্য অর্থনৈতিক অঞ্চল প্রকল্প বাস্তবায়ন হলে এসব অর্থনৈতিক অঞ্চল থেকে বছরে অতিরিক্ত ৪০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের
পণ্য ও সেবা রপ্তানি সম্ভব হবে।’ এছাড়া সেখানে ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রপ্তানি পণ্যের বহুমুখীকরণ নিশ্চিতের পাশাপাশি সৃষ্ট নানাবিধ অর্থনৈতিক কার্যক্রমের ফলে দেশে দারিদ্র বিমোচন ত্বরান্বিত হবে এবং জনগনের জীবন যাত্রার মান উন্নত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *