সিরাজগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০জন। বিকেল সাড়ে ৬ টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কোনবাড়ি কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা ও ট্রাফিক পুলিশ এবং দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম জানান, ঢাকা থেকে রাজশাহীগামী দেশ ট্রাভেলস্ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৯৭৩) ঘটনাস্থলে পৌছলে বিপরীত দিক থেকে আসা বগুড়া থেকে ঢাকাগামী মুরগীর খাদ্য বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৬১৮৭) ওভার টেকিং করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই যাত্রী ৩ বাস যাত্রী এবং হাসপাতালে পৌছার পর আরেক যাত্রীর মৃত্যু হয়। আহত হন কমপক্ষে আরও ২০ যাত্রী। হতাহতরা সবাই এখন সদর হাসপাতালে রয়েছে। আহতদের মধ্যে সেনাবাহিনীর মেজর নাজমুল ও এ্যাড রানাসহ ৫জনের অবস্থা গুরুতর। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।