গ্রাম বাংলা ডেস্ক: বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগম আর নেই। এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ আগে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি উয়া ইন্না ইলাইহি রাজেউন।
এর আগে হাসপাতালে ভর্তির পর গতকাল সোমবার তার চিকিৎসকরা জানিয়েছিলেন, ফিরোজা বেগমের হৃদযন্ত্র ও কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে না। পাশাপাশি তাঁর শরীরে জন্ডিস ধরা পড়েছে। তাই অনেক চেষ্টার পরও তার অবস্থার উন্নতি হচ্ছিল না।
সময়ের সাথে তার শারীরিক অবস্থার আরো অবনতি হতে থাকায় তিনি ছিলেন অনেকটা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তাঁর ছেলে হামিন আহমেদ আজ বিকেলে সাংবাদিকদের কাছে তাঁর মায়ের জন্য সবার দোয়া চেয়েছিলেন।