গ্রাম বাংলা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষায় পাসের হার ২০ দশমিক ৬১ শতাংশ।
আজ মঙ্গলবার মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
এ বছর এক হাজার ১৭০ আসনের জন্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৪৮ হাজার ৫৭ জন শিক্ষার্থী। উত্তীর্ণ হয়েছেন নয় হাজার ৯০৬ জন।
ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.eis.du.ac.bd/) পাওয়া যাবে।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর শুক্রবার এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।