কথিত‘ওসি, সেকেন্ড অফিসার’ জেল-হাজতে

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

69183_oc
গ্রাম বাংলা ডেস্ক: ফেনীতে এক গ্রাম পুলিশকে জিন্মি করে চাঁদা আদায়ের সময় পুলিশ পরিচয়ধারী দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

তাদের শহরের মিজান রোডের জহির রায়হান মাঠ থেকে গ্রেফতার করে আজ সোমবার বিকালে জেল-হাজতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শহরের নাজির রোড়ের প্রাক্তণ পুলিশ কর্মকর্তা আবু তৈয়বের ছেলে মঞ্জুরুল আলম বাবু ও প্রতিবেশী একরামুল হকের ছেলে এমদাদুল হক (২৮) যথাক্রমে ওসি ও সেকেন্ড অফিসার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে নানাভাবে প্রতারণা করে আসছে।

রোববার দুপুরে পরশুরাম উপজেলায় পশ্চিম অলোকা গ্রামের গ্রাম পুলিশ নুরুল ইসলাম মিয়া (৫০) কে শহরের মাষ্টার পাড়া থেকে তুলে নিয়ে যায়। তাকে শহরের সুফী সদর উদ্দিন সড়কের নির্মাণাধীন ৭ তলা ভবনের একটি ফ্যাটে আটকে রেখে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

এতে নুরুল ইসলাম মিয়া অস্বীকৃতি জানালে এক মহিলার সাথে উলঙ্গ ছবি তুলে প্রচার করবে বলে হুমকি-ধমকি দেয়।

এক পর্যায়ে পরিবারের লোকজন বিষয়টি ফেনী মডেল থানাকে অবহিত করে ২০ হাজার টাকা দিয়ে তাকে মুক্ত করে।

পুলিশ উৎ পেতে কথিত ওসি এমদাদুল হক ও সেকেন্ড অফিসার মঞ্জুরুল ইসলাম বাবুকে আটক করে মুক্তিপণের টাকা উদ্ধার করে।

এ ঘটনায় নুরুল ইসলাম মিয়ার স্ত্রী বকুল আক্তার বাদি হয়ে উল্লেখিতদের আসামি করে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই আবদুল আজিজ গতকাল সোমবার বিকালে তাদেরকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করে ও একই আদালতে নুর ইসলাম মিয়ার ১৬৪ ধারা জবানবন্দী গ্রহণ করে।

ফেনী মডেল থানার ওসি মো: মাহবুব মোর্শেদ দুই প্রতারককে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *