ডব্লিুউএইচও পুরস্কার পাচ্ছেন প্রধানমন্ত্রী কন্যা পুতুল

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা সারাদেশ

69130_putul
গ্রাম বাংলা ডেস্ক: জনস্বাস্থ্য উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিুএইচও) সাউথ-ইস্ট এশিয়ার রিজিয়ন অ্যাওয়ার্ড ফর ‘এক্সসিলেন্স ইন পাবলিক হেলথ’ পুরস্কার পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা হোসেন।

নিউরো-ডেভলপমেন্ট ডিজঅর্ডার এবং অটিজম বিষয়ে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ সায়েমা হোসেনকে এ পুরস্কার দেয়া হচ্ছে। আজ সোমবার হোটেল সোনাগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের ৩২তম বৈঠক এবং রিজিওনাল কমিটির ৬৭তম সভার প্রস্তুতি জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মঙ্গলবার ঢাকায় এ বৈঠক শুরু হবে। আঞ্চলিক স্বাস্থ্যের অগ্রাধিকার ঠিক করা হবে বৈঠকে। চারদিনের এ বৈঠক চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।
বৈঠকে বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ১১টি দেশের স্বাস্থ্যমন্ত্রীরা এ অঞ্চলের প্রধান স্বাস্থ্যঝুঁকিগুলো নিয়ে আলোচনা করবেন।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাসিম জানান, আগামী ১০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টায় এক সংবর্ধনা অনুষ্ঠানে সায়মা হোসেনের হাতে পুরস্কার তুলে দেবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিং।

সায়মা হোসেনের উদ্যোগে ২০১১ সালের জুলাইতে ঢাকায় অটিজম নিয়ে দক্ষিণ-এশিয়ার প্রথম আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়। সেই সম্মেলনের পর গড়ে ওঠে ‘সাউথ এশিয়ান অটিজম নেটওয়ার্ক’, যে সংগঠনটি দক্ষিণ-এশিয়ার দেশগুলোতে অটিস্টিক শিশুদের স্বাস্থ্য, সামাজিক ও শিক্ষা সহায়তা দিতে অবকাঠামো গড়ার কাজ করছে।

সায়মা হোসেনের উদ্যোগেই গত বছর মে মাসে অটিজম সচেতনতায় বাংলাদেশের একটি প্রস্তাব বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী পরিষদে সর্বসম্মতভাবে গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *