গ্রাম বাংলা ডেস্ক: বিচারপতিদের অভিসংশসন সংক্রান্ত সংবিধান সংশোধনের আগে জাতীয় ঐকমত্য গঠনের আহ্বান জানিয়েছেন দেশের চার বিশিষ্ট আইনজীবি। তারা হলেন- ড. কামাল হোসেন, আমীর-উল ইসলাম, মাহমুদুল ইসলাম ও রোকনউদ্দিন মাহমুদ। রোববার এক যৌথ বিবৃতিতে এই চার আইনজীবী বলেছেন, আমাদের সর্বোচ্চ আদালত অষ্টম সংশোধনী নিয়ে দেওয়া যুগান্তকারী রায়ে বিচার বিভাগের স্বাধীনতাকে সংবিধানের মৌলিক কাঠামোর অংশ বলে ঘোষণা দিয়েছেন। কোনো আলোচনা, বিতর্ক বা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতের অভিজ্ঞতা মূল্যায়ন ছাড়াই হঠাৎ কেন সংবিধান সংশোধনের প্রস্তাব আনা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদে ফিরিয়ে আনা হলে বিচার বিভাগের স্বাধীনতা বিপন্ন হবে।
একজন বিচারপতিকে অভিশংসনের ক্ষেত্রে আইনপ্রণেতারা নিরপেক্ষ অবস্থানে থাকতে পারেন কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এই চার আইনজীবী। তারা বলেন, সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্য দলের নিয়ন্ত্রণাধীন। ফলে সংসদে বিচারপতিদের অভিশংসন করা হলে বিচার বিভাগের স্বাধীনতা বিপন্ন হবে। এই চার আইনজীবী বিচারপতিদের অভিশংসনসংক্রান্ত সংবিধান সংশোধনের আগে জাতীয় ঐকমত্যের আহ্বান জানিয়ে বলেন, একমাত্র সঠিক আলোচনার পরই এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।