পেনশন পাবে বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরাও!

Slider অর্থ ও বাণিজ্য

 

2016_06_03_05_04_24_1BmwH4CVARfLwjpZNwMI2hv1ghqlEj_original

 

 

 

 

ঢাকা : বর্তমানে সরকারি চাকরিজীবীরাই শুধু পেনশন পান। তবে ২০২১ সালের মধ্যে সবার জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রম নিশ্চিত করতে এবার আধা-সরকারি এবং বেসরকারি খাতে কর্মরতদের জন্যও পেনশন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য দেয়া বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এ ঘোষণা দেন।

এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আধা-সরকারি ও ব্যক্তিখাতে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক বা স্ব-কর্মসংস্থানে নিযুক্ত কর্মজীবীসহ সকল স্তরের জনগোষ্ঠীর জন্য সরকার নিয়ন্ত্রিত একটি সমন্বিত কাঠামোর আওতায় সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রণয়নের পরিকল্পনা গ্রহণ করেছি।’

তিনি বলেন, ‘ডিপিএস ব্যবস্থা বেসরকারি খাতে একটি পেনশনের সুযোগ করে দিয়েছে, এখন এটাকে সার্বজনীন করার জন্য কি ব্যবস্থা নেয়া যায় সেটিই হবে নতুন পরিকল্পনার ভিত্তি। এ ব্যবস্থায় একদিকে যেমন প্রবীণদের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত হবে, অন্যদিকে দেশের আর্থিক খাতের গভীরতা নিশ্চিতসহ দীর্ঘমেয়াদী বিনিয়োগ চাহিদা পূরণে সহায়ক তহবিল সৃষ্টি করবে। এ ব্যবস্থার আওতায় প্রবীণ এবং শ্রমজীবী জনগোষ্ঠী উপকৃত হবেন।’

তবে পেনশনে কর্মচারীদেরও অংশ নিতে হবে। মানে পেনশন পেতে হলে মাসে মাসেই দিতে হবে টাকা। বর্তমানে সরকারি কর্মচারীরা চাকরিজীবন শেষে যে পেনশন পান, তাতে তাদের কোনো অংশগ্রহণ নেই। অর্থাৎ পেনশন খাতে মাসে মাসে কর্মচারীদের কোনো টাকা জমা করতে হয় না। এর পুরোটাই দেয় সরকার। তবে দীর্ঘদিনের এ রেওয়াজ এবার বদলাচ্ছে। অংশীদারত্বের ভিত্তিতে পেনশন চালুর কথা বলেছেন অর্থমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *