বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য বরাদ্দ ৬৫০ কোটি টাকা

Slider অর্থ ও বাণিজ্য
budget-logo_215942
২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে সুষম সুযোগ বাড়নোর জন্য প্রতিশ্রুতি দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পাশাপাশি শিক্ষা সহায়তায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য সাড়ে ৬০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

সংসদে বাজেট বক্তৃতায় মন্ত্রী বলেন, ‘শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছি। তাই সামগ্রিক শিক্ষাখাতের ব্যয়কে দীর্ঘ মেয়াদি বিনিয়োগ হিসেবে বিবেচনা করে এ খাতের উন্নয়নে আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি।’

অর্থমন্ত্রী বলেন, “শিক্ষা সহায়তায় বেসরকারি শিক্ষকদের কল্যাণে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অবসর সুবিধা বোর্ডের’ অনুকূলে ৫০০ কোটি টাকার এনডাওমেন্ট ফান্ড এবং ১০০ কোটি টাকা এককালীন অনুদান প্রস্তাব করছি।’

এছাড়া ‘বেসরকারি শিক্ষক কর্মচারীদের কল্যাণ ট্রাস্টে’ ৫০ কোটি টাকা এককালীন বরাদ্দের প্রস্তাব করেন মুহিত।

এবারের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ ২৬ হাজার ৮৪৮ কোটি টাকার মধ্যে অনুন্নয়ন ব্যয় ২০ হাজার ৬৮১ কোটি টাকা ও উন্নয়ন ব্যয় ৬ হাজার ১৬৭ কোটি টাকা। গত অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ২০ হাজার ২৫৯ কোটি টাকা। এর মধ্যে অনুন্নয়ন ব্যয় ১৬ হাজার ২০০ কোটি টাকা ও উন্নয়ন ব্যয় ৪ হাজার ২৫৭ কোটি টাকা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *