সৌদি আরবে প্রখর রোদে শ্রমিকদের দিয়ে কাজ করানো নিষিদ্ধ ৩ মাস

Slider সারাবিশ্ব

16354_KSA

 

 

 

 

 

 

তপ্ত দুপুরে বেলা ১২টা থেকে বিকাল তিনটা পর্যন্ত শ্রমিকদের দিয়ে কাজ করানো নিষিদ্ধ হচ্ছে সৌদি আরবে। আগামী ১৫ই জুন থেকে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। সৌদি আরবের শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। এতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের পরিদর্শন বিষয়ক আন্ডার সেক্রেটারি ফাহাদ বিন আবদুল্লাহ আল আওয়াইদি বলেছেন, এ নির্দেশের বাইরে থাকবেন শুধু তেল ও গ্যাস ক্ষেত্রে কর্মরত শ্রমিকরা। কিন্তু তাদেরকে সুরক্ষা দেয়ার পদক্ষেপ অবশ্যই নিতে হবে। তিনি বলেছেন, নিয়োগকারীদের অবশ্যই এ নির্দেশ মানতে হবে। মন্ত্রণালয় কর্মক্ষেত্রের পরিবশে নিরাপদ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। চেষ্টা করছে যাতে দুর্ঘটনা ও হতাহতের ঘটনা প্রতিরোধ করা যায়। তিনি আরও বলেছেন, যেসব এলাকায় তাপমাত্রা কম সেখানে এ নিয়ম প্রযোজ্য হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *