দোকান বন্ধ করে ব্যবসায়ীদের মানববন্ধন

Slider জাতীয়

d4a10831212c39d3321f3a63b272b8d9-19

প্যাকেজ ভ্যাট পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে দোকান বন্ধ করে আজ সোমবার দুপুরে এক ঘণ্টা মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী ঐক্য ফোরাম বলছে, রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ সোমবার দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত ব্যবসায়ী ঐক্য ফোরামের ব্যানারে পুরান ঢাকার চকবাজার, মৌলভীবাজার, বেগমগঞ্জ, উর্দু রোড, নিউমার্কেট, সোনারগাঁসহ বিভিন্ন এলাকায় ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন। এ সময় কিছু কিছু জায়গায় তাঁরা মিছিল ও সমাবেশও করেন।

মানববন্ধনের সময় চকবাজার সার্কুলার রোডসহ ঢাকার বিভিন্ন জায়গায় যানজট সৃষ্টি হয়। ব্যবসায়ী ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক শাহ আবু মোতালেবের সভাপতিত্বে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা বক্তব্য দিয়েছেন। তাঁরা বলেছেন, প্যাকেজ ভ্যাট তুলে দিলে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা পথে বসবে।

কর্মসূচি শেষে শাহ আবু মোতালেব বলেন, সারা দেশের ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও সংগঠনের সামনে মানববন্ধন করেছে। তৃণমূল পর্যায়ের বেশির ভাগ ব্যবসায়ী এতে অংশ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *