মালির কেন্দ্রীয় অঞ্চলে নিহত হয়েছেন জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের ৫ সদস্য। মারাত্মক আহত হয়েছেন একজন। এসব সেনা সদস্যের সবাই আফ্রিকার আরেক দেশ টোগোর নাগরিক। তারা মোপতি অঞ্চলের ভিতর দিয়ে যাওয়ার সময় তাদের সামরিক যানে গুলি করা হয়। এরপরই তাদের বহনকারী যান আঘাত করে একটি স্থলমাইন। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে। উল্লেখ্য, এ এলাকাটি মাসিনা লিবারেশন ফ্রন্টের শক্ত ঘাঁটি বলে পরিচিত। এ গ্রুপটির সঙ্গে আল কায়েদার সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়। দেশটিতে ইসলামপন্থি ও তুরেগ যোদ্ধাদের মধ্যে বিদ্রোহ দেখা দিলে মালি অশান্ত হয়ে পড়ে কয়েক বছর আগে। সেই মালিকে স্থিতিশীল করতে ২০১৩ সালে সেখানে পাঠানো হয় জাতিসংঘ মিশন। কিন্তু দেশটির উত্তর ও মধ্যাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে জঙ্গিরা। সর্বশেষ হামলার দায় স্বীকার করে নি কোন গ্রুপ। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আন্তর্জাতিক দিবসে সেভারে শহরে এ হামলা হয়েছে। গত বছর ১৬টি দেশে জাতিসংঘের ১২০ শান্তিরক্ষী নিহত হয়েছেন। ২০১৩ সালে দেশটির উত্তরাঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে বিদ্রোহীরা এগিয়ে যেতে থাকে রাজধানী বামাকোর দিকে। তখনই সেখানে ওই বছরের জানুয়ারিতে হস্তক্ষেপ করে ফ্রান্স। এক সময় এই মালি ছিল ফ্রান্সের ঔপনিবেশ। ২০১৩ সালের জুলাইয়ে উত্তরাঞ্চলীয় প্রধান শহরগুলোর দখল নিয়ে নেয় জাতিসংঘ। তারপর থেকে সেখানকার নিরাপত্তার দায়িত্বও তাদের।