হিগুয়েন জাদুতে আর্জেন্টিনার জয়

Slider খেলা

 

2016_05_28_10_35_27_Q1dyaDxtrH5hYlCMDsuWhmRv1k3AV8_original

 

 

 

 

ঢাকা: সপ্তাহ খানেক পর কোপা আমেরিকার লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। তার আগে টুর্নামেন্টের প্রস্তুতিমূলক ম্যাচে হন্ডুরাসকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে তারা। ম্যাচের ৩১ মিনিটে একমাত্র গোলটি করেন গঞ্জালো হিগুয়েন৷

এই নিয়ে দেশ ও ক্লাব মিলিয়ে টানা চার ম্যাচে সাত গোল করলেন নাপোলির তারকা স্ট্রাইকার। আর এই জয়ের ফলে টানা ছয় ম্যাচ জিতল জেরার্ডো মার্টিনোর দল। ফলে দারুণ আত্মবিশ্বাসী হয়েই আসন্ন টুর্নামেন্টে নামবে নীল-সাদা জার্সিধারীরা।

কিন্তু এই ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে লিওনেল মেসির। মাঠে প্রাথমিক চিকিৎসার পরেও খেলতে পারেননি তিনি৷ বেঞ্চে বসেও যন্ত্রনায় কাতরাচ্ছিলেন! মেসির চোট চিন্তায় রাখবে আর্জেন্টিনা শিবিরকে।

অপর ম্যাচে, সুয়ারেজহীন উরুগুয়ে ৩-১ হারিয়ে দিল ত্রিনিদাদ ও টোবাগোকে। জোড়া গোল করেন প্যারিস সেইন্ট জার্মেইর স্ট্রাইকার এডিসন কাভানি। ম্যাচের সাত মিনিটে উইলিয়ামসের গোলে পিছিয়ে পড়ে উরুগুয়ে। কিন্তু ম্যাচের ২৬ ও ৩৯ মিনিটে দুটি গোল করে অস্কার তাবারেজের মুখে হাসি ফোটান তিনি। ম্যাচের ৫২ মিনিটে ত্রিনিদাদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মাতিয়াস ভেসিনো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *