বিচারপতিদের অভিসংশন বিল সংসদে উঠছে রোববার

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

68053_sang
গ্রাম বাংলা ডেস্ক:‘বিচারপতিদের অভিশংসন’ ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে আনার লক্ষ্যে সংবিধান সংশোধান বিল সংসদ সচিবালয়ে জমা পড়েছে। এটি হবে সংবিধানের ষোড়শ সংশোধনী বিল। আগামী  রোববার অথবা সোমবার বিলটি সংসদে উত্থাপিত হবে।

আইনমন্ত্রী আনিসুল হক এ বিলটি উত্থাপন করবেন। উত্থাপনের পরে বিলটি পাঠানো হবে আইন বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে। অধিকতর যাচাই- বাছাই শেষে কমিটি এ বিলটি নিয়ে প্রতিবেদন দেবে। তারপরই বিলটি পাসের ব্যাপারে সংসদ সিদ্ধান্ত নেবে।

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার ‘সংবিধান (ষোড়শ সংশোধন) বিল-২০১৪’ সংসদ সচিবালয়ের  আইন শাখা জমা পড়ে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বিলটি ছাপানোর জন্য তৈরীর কাজ চলছে। ছাপানোর পর রোববার কিংবা সোমবার বিল উত্থাপিত হবে। আইন মন্ত্রী আনিসুল হকও সংবাদ মাধ্যমকে এমন আভাস দিয়েছেন।

বিলটিতে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধন করে ‘৭২ এর সংবিধানের এই সংক্রান্ত অনুচ্ছেদটি প্রতিস্থাপনের প্রস্তাব করা হয়েছে। এ বিল পাস হলে- বিচারকদের বয়স ৬৭ হওয়া পর্যন্ত পদে বহাল থাকবে। একইভাবে সংসদ বিচারকদের অভিসংশন বা অপসারণের ক্ষমতা পাবে। মূলত: ৭২ এর সংবিধানে বিচারপতিদের অভিশংসন সংক্রান্ত যে বিধান সংবিধানে ছিল তাই ফিরিয়ে আনা হচ্ছে এই সংশোধনীর মাধ্যমে।

নবম সংসদেও বিচারপতিদের অভিসংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নেয়ার বিষয়ে আলোচনা হয়। ২০১২ সালে তৎকালীন স্পিকার মো. আব্দুল হামিদের একটি রুলিংকে কেন্দ্র করে এক বিচারপতির মন্তব্যের পর বিচারপতিকে অপসারণের দাবি তোলেন কয়েকজন সংসদ সদস্য।

এছাড়া সংবিধানের ১৫তম সংশোধনী চূড়ান্ত করার আগেও বিশেষ সংসদীয় কমিটিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *