সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশের ভাষ্যের সঙ্গে দ্বিমত পোষণ করে যুক্তরাজ্য। মঙ্গলবার বৃটিশ পার্লামেন্টে এ বিষয়টি স্পষ্ট করেন ফরেন ও কমনওয়েলথ অফিস-এর মিনিস্টার অব স্টেট হুগো সোয়ার। তিনি বলেন, সাম্প্রতিক হত্যাকা-গুলোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী রাজনৈতিক দলগুলোকে দায়ী করছেন। তিনি বলছেন, তারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে এমনটা করছে। এজন্য তিনি ইসলাম অবমাননাকারীদেরও দায়ী করেন। এক্ষেত্রে আমাদের দ্বিমত রয়েছে। আমি মনে করি, এ সমস্যা আরও গভীরে প্রোথিত। এ বিতর্কে কয়েকজন এমপি প্রশ্ন করেন হুগো সোয়ারকে। তিনি তার উত্তর দেন। পার্লামেন্টে বিতর্ককালে বাংলাদেশ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। যত দ্রুত সম্ভব একটি জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশের বিরুদ্ধে অবরোধ আরোপের বিষয়ও উঠে আসে আলোচনায়। বলা হয়, বাংলাদেশ সঠিক পথে যাচ্ছে না। এ অবস্থায় বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠা ও দেশটি যাতে একদলীয় রাষ্ট্রে পরিণত না হয় সে জন্য বৃটেনের হস্তক্ষেপের বিষয়টিও আলোচিত হয়। আলোচনায় উঠে আসে সাম্প্রতিক হত্যাকাণ্ডে সরকারের পদক্ষেপ নিয়ে। এ বিষয়ে সরকার ধীর গতিতে পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ করেন কয়েকজন এমপি। তারা বিভিন্ন প্রশ্ন করেন হুগো সোয়ারকে উদ্দেশ্য করে।