গ্রাম বাংলা ডেস্ক: পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠের অস্থায়ী আদালতের বাইরে বুধবার বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর চকবাজার থানায় পুলিশ বাদি হয়ে মামলাটি করে।
চকবাজার থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার দুপুর ১টার দিকে জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলার হাজিরা দিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে যান। তিনি আদালতে প্রবেশের পর বকশীবাজার আলিয়া মাদরাসার সামনে উত্তেজনা দেখা দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা আদালতে প্রবেশ করতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে। পুলিশকে লক্ষ্য করে বিএনপি নেতাকর্মীরা ইট-পাটকেল নিপে করে। পুলিশও পাল্টা ফাঁকা গুলি ছোঁড়ে।
প্রায় আধঘণ্টা ধরে চলা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পাঁচ পুলিশসহ সাত জন আহত হন।