ভেনেজুয়েলায় কোকাকোলা উৎপাদন বন্ধ

Slider সারাবিশ্ব
2015_06_30_08_53_31_ooo864g_214131
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলাতে চিনি সংকটের কারণে কোমল পানীয় কোকাকোলা উৎপাদন বন্ধ হয়ে গেছে।

কোকাকোলা কর্তৃপক্ষ জানিয়েছে, ভেনেজুয়েলাতে তাদের সরবরাহকারীরা জানিয়েছে তারা আপাতত কোন কাঁচামালের জোগান দিতে পারবে না। বিবিসি জানায়, দেশটিতে ক্রমবর্ধমান খাদ্য এবং জ্বালানী সংকটের প্রেক্ষাপটে কোকাকোলার উৎপাদন বন্ধ হয়ে গেল। তেলের দাম ব্যাপকভাবে কমে যাওয়ায় ভেনেজুয়েলার অর্থনীতিতে এক ধরনের ধস নেমেছে।

কোকাকোলা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আপাতত চিনি ছাড়া কোক অর্থাৎ শুধু ডায়েট কোক উৎপাদন করবে।

এই অবস্থা দ্রুত কাটিয়ে উঠার জন্য কোকাকোলা কর্তৃপক্ষ ভেনেজুয়েলার সরকার এবং কাঁচামাল সরবরাহকারীদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।

উৎপাদন খরচ বেড়ে যাওয়া , সারের সংকট এবং মূল্য নিয়ন্ত্রণের কারণে ভেনেজুয়েলাতে আখের উৎপাদন কমে গেছে। সেজন্য অনেক উৎপাদনকারী আখ চাষ বাদ দিয়ে ভিন্ন কোন শস্য উৎপাদনে মনোযোগ দিয়েছে যার মাধ্যমে তারা বেশি মুনাফা করতে পারে।

দেশটিতে অর্থনৈতিক সংকটের কারণে বহু মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয়ের জন্য দোকানগুলোর বাইরে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকে।

২০১৬ সালে ভেনেজুয়েলার অর্থনীতি আট শতাংশ পর্যন্ত সংকুচিত হতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *