মানিকগঞ্জ: মানিকগঞ্জে এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করার দায়ে তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ মে) দুপুরে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাছিনা রৌশন জাহান এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- মো. সিকান্দার, মো. বাবুল শিকদার ও মো. মোসলেম মোল্লা। এদের সবার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার খাবাশপুর গ্রামে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, বিগত ২০০৫ সালের ১৯ নভেম্বর আসামি মো. সিকান্দার অপর দু’জনের সহায়তায় খাবাশপুর গ্রামের এক স্কুলছাত্রীকে অপহরণ করে। পরে তাকে বিভিন্ন স্থানে লুকিয়ে রেখে মো. সিকান্দার তাকে ধর্ষণ করে।
নারী ও শিশু নির্যাতন দমন আইনের দু’টি ধারায় মো. সিকান্দারকে পৃথক ভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একটি দণ্ড শেষ হওয়ার পর অপর দণ্ড কার্যকর হবে।
অপরদিকে মো. বাবুল শিকাদার ও মো. মোসলেম মোল্লাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ছয় হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি একেএম নূরুল হুদা রুবেল। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট দেলোয়ার আলম খান।