আফগান তালেবান প্রধান নিহত- ওবামা, নিশ্চিত নন নওয়াজ শরীফ

Slider সারাবিশ্ব

15156_mullah-man

 

 

 

 

 

মার্কিন বিমান হামলায় পাকিস্তানে আফগান তালেবান প্রধান মোল্লা আখতার মানসুর নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি এই হত্যার প্রশংসা করে বলেছেন, এটা আফগানিস্তানে শান্তি প্রচেষ্টায় একটি মাইলফলক। তবে তালেবান প্রধান নিহত হয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত নন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তিনি বলেছেন, এখন পর্যন্ত যেসব রিপোর্ট পাওয়া যাচ্ছে তাতে তিনি নিশ্চিত হতে পারেন নি যে, মার্কিন হামলায় তালেবান প্রধান মোল্লা আখতার মানসুর নিহত হয়েছেন। ওদিকে পাকিস্তানের ভিতরে এমন হামলাকে পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে দাবি করা হয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে প্রতিবাদ জানানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্র বলেছে, তারা পাকিস্তানকে সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দিতে পারে না। প্রেসিডেন্ট বারাক ওবামা এখন তিন দিনের সফরে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অবস্থান করছেন। তিনি একটি বিবৃতিতে বলেছেন, যে সংগঠন যুক্তরাষ্ট্র ও জোট বাহিনীর বিরুদ্ধে হামলা ও আক্রমণ চালিয়ে যাচ্ছে, আফগানিস্তানের মানুষের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, আল কায়েদার মতো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের নেতাকে আমরা উৎখাত করেছি। ওবামা বলেন, মোল্লা আখতার মানসুর শান্তি প্রক্রিয়া গুরুত্ব সহকারে নেয় নি। সহিংসতা বন্ধের পথকে প্রত্যাখ্যান করেছে। এর মাধ্যমে সে আফগানিস্তানের অসংখ্য পুরুষ, নারী ও শিশুর জীবনহানী করেছে। তিনি তালেবানদের বাকি নেতাদের প্রতি আহ্বান জানান শান্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে। তালেবানদের মধ্যে ক্ষমতার তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর এর নেতা হিসেবে দায়িত্বে আসেন মানসুর। গত শনিবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের এক প্রত্যন্ত এলাকায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় তিনি নিহত হয়েছেন বলে দাবি যুক্তরাষ্ট্রের। পাকিস্তানের ভিতরে তালেবানদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এটাই প্রথম অভিযান। দীর্ঘদিন ধরে অভিযোগ আছে যে, আফগানিস্তানের তালেবানদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে পাকিস্তান। কিন্তু শনিবার যে হামলা চালানো হয়েছে তার প্রতিবাদ করেছে পাকিস্তান। এখন লন্ডন সফরে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। সেখানে পৌঁছে তিনি সাংবাদিকদের বলেছেন, তালেবান নেতা মোল্লা মানসুর যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হয়েছেন এমন নিশ্চিত তথ্য তার কাছে নেই। তবে তিনি এটা নিশ্চিত করেছেন যে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তাকে ফোন করেছিলেন। এতে ড্রোন হামলা সম্পর্কে তাকে অবহিত করেন কেরি। হামলা পরিচালনার পরই তাকে এ বিষয়টি জানানো হয়। নওয়াজ শরীফ বলেন, তারপরে আমি বিষয়টি নিয়ে আমার সেনা প্রধানের সঙ্গে কথা বলেছি।  ওদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যেখানে আফগানিস্তানের তালেবান নেতা মোল্লা আখতার মানসুরকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র বিমান হামলা করেছে সেখানে একটি পাসপোর্ট পাওয়া গেছে। তাতে নাম লেখা রয়েছে একজন পাকিস্তানি নাগরিকের। তার নাম ওয়ালি মুহাম্মদ। ধারণা করা হচ্ছে, এই পাসপোর্টধারী গত ২১শে মে ইরান থেকে পাকিস্তানে ফিরে এসেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *