শারমিন সরকার
ব্যুারো চীফ
গ্রাম বাংলা নিউজ২৪.কম
শ্রীপুর অফিস: গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জন নিহত হয়েছেন। বাড়িতে অগ্নিকান্ডের সময় টেলিভিশন থেকে ডিশ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে তারা বিদ্যুস্পৃষ্ট হন।
নিহতরা হলেন ময়মনসিংহের ভালুকা উজলার চান্দাবো গ্রামের আব্দুল হামিদ দপ্তরীর ছেলে খায়রুল ইসলাম (৩৫) ও টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার কালমেঘা গ্রামের আব্দুস ছামাদ (৩৮)।
তারা নয়নপুর এলাকার রিদিশা স্পিনিং মিলস লিমিটেডে চাকুরী করতেন।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই এলাকার সিদ্দিকুর রহমানের ভাড়া দেওয়া আধা পাকা বাড়িতে বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সুত্রপাত হয়। ওই দুই ভাড়াটিয়া টেলিভিশন লাইন থেকে ডিশ সংযোগ বিচ্ছিন্ন করতে যান। ততক্ষণে আগুনে ডিশ লাইনও বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে ঘটনাস্থলে তারা দু’জন নিহত হন।
তিনি জানান, এ ঘটনায় ওই বাড়ির ১০টি ঘর পুড়ে প্রাথমিকভাবে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে। রাত সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপন করা হয়।