গ্রাম বাংলা ডেস্ক: স্বপ্ন ব্লাড ফাইটার্স,সিলেট এর প্রথম বর্ষপুর্তি উপলক্ষে সিলেট বাগবাড়িতে ফ্রি রক্তের গ্রুপ পরিক্ষা করন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।
স্বপ্ন ব্লাড ফাইটার্স -এর সভাপতি রফিকুল ইসলাম রনির সভাপতিত্ব্রে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-ড .আর. কে ধর (বাংলাদেশ মানববাধিকার কমিশন সিলেট জেলা সভাপতি ও বিভাগীয় সমন্বয়কারী রোটারিয়ান)। বিশেষ অতিথি ছিলেন কাম কামুর রাজ্জাক রুনু(আর.টিভি সিলেটের প্রধান) ,মনোরঞ্জন তালুকদার বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রতিনিধি ,সজল দাস (মানবাধিকার ফাউন্ডেশন সিলেটের সভাপতি সিলেট বিভাগীয় শাখা),আমন্ত্রিত অতিথি রাকিবুল হক রুমান(সভাপতি,বন্ধন ব্লাড ব্যাংক) ও রকিবুল ইসলাম (সভাপতি,ব্লাড ফাইটার,গাজীপুর )
বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট বিভাগীয় সমন্বয়কারী রোটারিয়ান ড. আর কে ধর বলেছেন, সুন্দর সু-শৃঙ্খল সমাজ বিনির্মাণে তরুণদের ঐক্য গড়ে তুলতে হবে। তরুণরাই আমাদের ভবিষ্যত, তাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়ে আগামীর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। ড. আর কে ধর সোমবার সকালে সিটি বর্ণমালা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্বপ্ন ব্লাড ফাইটার্স সিলেটের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিনামূল্যে রক্ত পরীক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। তিনি স্বপ্ন ব্লাড ফাইটার্স এর উত্তরোক্তর সমৃদ্ধি কামনা করে বলেন, রক্ত ছাড়া কোন মানুষ বাঁচতে পারেনা। আপনারা সাধারণ মানুষের কল্যাণে যে কাজ করছেন তা সমাজে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আপনারা তরুণ সমাজ এ কাজকে এগিয়ে নেন আমরা আপনাদের পাশে আছি, থাকবো।