ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় কারাগারে বুকে ব্যথা অনুভব করায় তাকে দ্রুত বিএসএমএমইউর প্রিজন সেলে স্থানান্তর করা হয়। তিনি বিএসএমএমইউর অধ্যাপক সজল কুমার ব্যানার্জির অধীনে চিকিৎসাধীন রয়েছেন। রফিকুল ইসলাম মিয়ার ব্যক্তিগত সহকারী মোখছেদুর রহমান আবীর মানবজমিনকে জানান, গত ১৬ই মে আদালতে আত্মসমর্পণ করার পর রফিকুল ইসলাম মিয়ার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। আজ দুপুরে হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করেন। এরপর কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করেন। তার অবস্থা কিছু স্থিতিশীল রয়েছেন। তবে তিনি অনেকটা আশঙ্কামুক্ত।