ঢাকা: বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙার সংবাদ উপস্থাপিকা সাবিনা নিপাকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর গুলশান থানা থেকে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে জিডি করে ফেরার পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। গুলশান থানার ওসি জানিয়েছেন, সাবিনা নিপা থানায় জিডি করতে এসেছিলেন। তিনি নিখোঁজ হন আড়ংয়ের সামনে থেকে। ওই এলাকাটি শিল্পাঞ্চল থানায়। ঘটনাটি তারা তদন্ত করছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রসিদ জানিয়েছেন, গতরাত সাড়ে নয়টার দিকে নিপা তার এক বন্ধুকে জানিয়েছিলেন তিনি গুলশানের আড়ং এর কাছাকাছি আছেন। তার পর থেকে তাকে আর মোবাইল ফোনে পাওয়া যাচ্ছে না।’ এ দিকে তার স্বামী এ ঘটনায় পুলিশের কাছে স্ত্রীর নিখোঁজ হওয়ার বিষয়টি উল্লেখ করে একটি জিডি করেছেন।