নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তি দাবি করেছেন দেশের বিশিষ্ট নাগরিকরা। আজ এক বিবৃতিতে বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিক এক যৌথ বিবৃতিতে বলেন, সাবেক ছাত্রনেতা মান্না একজন সুপরিচিত রাজনীতিবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, লেখক ও কলামনিস্ট। তিনি মানবাধিকার বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও আপোষহীন ভূমিকা রেখেছেন। তিনি কারাগারে নিউমোনিয়া, হার্ট ও কিডনীর সমস্যায় অসুস্থ হয়ে পড়েছেন। তার সুচিকিৎসার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন বিবৃতিদাতারা। তারা বলেন, প্রায় এক বছর চার মাস হলো বিনা বিচারে মান্না কারাগারে বন্দী রয়েছে। তার ন্যায় বিচার পাওয়ার ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে রাষ্ট্রকে আহ্বান জানান তারা।
বিবৃতিদাতারা হলেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সুজনের সভাপতি এম. হাফিজউদ্দিন খান, গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্যাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি এড. সুব্রত চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও ডাকসুর ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মোহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সি. আর আবরার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আহামদ কামাল, সুজনের সদস্য, লেখক ও কলামনিস্ট মুহাম্মদ জাহাঙ্গীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস হোসেন, সাবেক সংসদ সদস্য ও চাকসু ভিপি সৈয়দ মাযহারুল হক শাহ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, সাংবাদিক গোলাম মোর্তোজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস, সাংবাদিক আশরাফ কায়সার, সাবেক সংসদ সদস্য ও সামাজিক আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক হুমায়ুন কবির হিরু, সাবেক চাকসু ভিপি নাজিমউদ্দিন আহাম্মদ, লেখক-গবেষক ও মানবাধিকার কর্মী রুবী আমাতউল্যা, গীতিকার শহীদুল্লাহ ফরায়জী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এড. মোহাম্মদ শফিউদ্দিন ভূইয়া প্রমুখ।