ঢাকা: ৩৪তম বিসিএস এ উত্তীর্ণদের নিয়োগে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (১৬ মে) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে ২ হাজার ২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ করা হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের আগামী ১ জুন মন্ত্রণালয় নির্দেশিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে।
২০১৩ সালের ৮ জুলাই ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হয়েছিলেন। এরপর প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত ফল ১৪ জুলাই প্রকাশ করা হয়। নতুন এ ফল অনুযায়ী ৪৬ হাজার ২৫০ জন উত্তীর্ণ হন। ২০১৪ সালের ১৮ ডিসেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮২২ জন।