আসলামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রস্তুতি

Slider রাজনীতি

 

2016_05_15_12_58_04_W7537vVFnNLUhjvvlRBaYucSUGE8x2_original

 

 

 

 

ঢাকা : বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রস্তুতি চলছে।

সোমবার (১৬ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা সাংবাদিকদের এমনটাই জানান মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।

তিনি বলেন, ‘ইতোমধ্যে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য পাওয়া গেছে। এ তথ্যগুলো আদালতে উপস্থাপন করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

জিজ্ঞাসাবাদে কী ধরনের তথ্য দিয়েছে জানতে চাইলে ডিবির এ যুগ্ম কমিশনার বলেন, ‘মামলাটি প্রক্রিয়াধীন থাকায় এ প্রসঙ্গে এখনই কিছু বলা যাবে না। আদালতে তথ্যগুলো উপস্থাপন করার পর মামলা রেকর্ড করা হলে তারপর সব জানানো হবে।

তিনি বলেন, ‘ডিবির কাছে তার রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার যথেষ্ট প্রমাণ রয়েছে। প্রমাণগুলো আদালতে উপাস্থাপন করে মামলার অনুমতি চাওয়া হবে। সরকারের অনুমতি পেলেই তার বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলা করা হবে।’

আব্দুল বাতেন বলেন, ‘আসলাম চৌধুরীর বিরুদ্ধে যে সব অভিযোগ পাওয়া গেছে তা বিশ্লেষণ করে দেখছি যে তিনি কী কী ষড়যন্ত্রের সাথে যুক্ত।’

তিনি আরো বলেন, ‘আজ তাকে ৫৪ ধারায় আদালতে পাঠিয়ে দশ দিনের রিমান্ড আবেদন করা হবে।

উল্লেখ্য, সরকার উৎখাত করতে বিএনপি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে আঁতাত করছে, সম্প্রতি গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়। প্রমাণ হিসেবে কিছু ছবিও প্রকাশ করা হয়।

যে ব্যক্তির সঙ্গে আসলামকে দেখা গেছে তিনি ইসরায়েলের লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদি। এই সাক্ষাতের কথা স্বীকারও করেছেন আসলাম। তবে সরকার উৎখাতের পরিকল্পনা নিয়ে তার সঙ্গে বৈঠকের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

রোববার (১৫ মে) সন্ধ্যায় রাজধানীর কুড়িল-বিশ্বরোড এলাকা থেকে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে আটক করা হয়। এ সময় আরও দুজনকে আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *