বাগদাদে গ্যাস কারখানায় আইএসের আত্মঘাতী হামলা, নিহত ১৪

Slider সারাবিশ্ব
iraq-is-attack_212330
ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে একটি গ্যাস কারখানায় ইসলামিক স্টেটের (আইএস) আত্মঘাতী হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে।

স্থানীয় সময় রোববার সকালে চালানো এই হামলায় আহত হয়েছে অন্তত ২০ জন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরক ভর্তি বেল্ট পরিহিত ছয়জন আত্মঘাতী আক্রমণকারী এই হামলা চালায়। তারা প্রথমে কারখানাটির প্রবেশপথে তিনটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়। এরপর তারা কারখানার ভেতরে ঢুকে পড়ে এবং তিনটি গ্যাস ট্যাংক উড়িয়ে দেয়।

এ সময় কারখানাটি থেকে আগুন ও ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়। কারখানার কর্মী এবং কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্যও হামলায় নিহত হয়।

হামলার পর বাগদাদের তাজি এলাকায় অবস্থিত সরকারি মালিকানাধীন গ্যাস কারখানাটিতে নিরাপত্তা বাহিনী তাদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠিত করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তারা জানান, আক্রমণ মোকাবেলায় ইরাকি যুদ্ধবিমানের সহায়তা নেওয়া হয়।

সম্প্রতি ইরাক ও সিরিয়াতে ইসলামিক স্টেটের অবস্থা কিছুটা দুর্বল হয়ে পড়েছে বলেই ধারণা করা হচ্ছে। তবে বাগদাদের এত কাছে এ ধরনের আক্রমণ চালানোর পর বোঝা যাচ্ছে— তারা এখনো বড় হুমকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *