স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: চাঁবাবাজদের অত্যাচারে অতিষ্ট হয়ে তিতাস গাসের ঠিকাদাররা কর্মবিরতি পালন করে মিছিল সহকারে থানায় গিয়ে এজাহার দাখিল করেছেন।
সোমবার বিকাল ৩টার দিকে জয়দেবপুর থানায় ওই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিতাস গ্যাস ঠিকাদার কল্যান সিমিতির অর্ধশত লোক মিছিল সহকারে জয়দেবপুর থানায় এসে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এসময় থানা ক্যাম্পাসে তারা বিক্ষোভ মিছিল করেন।
অভিযোগ থেকে ও তিতাস গ্যাস ঠিকাদার কল্যান সিমিতি সূত্রে জানা যায়, সম্প্রতি কতিপয় চিহিৃত চাঁদাবাজ সরবরাহ লাইন স্থানের সময় চাঁদা দাবী করেন। তাদের চাঁদা না দিয়ে লাইন স্থাপন করা যায় না। চাঁদাবাজদের গ্রেফতারের জন্য তারা পুলিশকে জানালেও কোন কাজ হয়নি। ৩১ আগস্ট চাঁদা না দেয়ায় চাঁদাবাজরা ঠিকাদার রবিউল ইসলামকে মারধর করেন। এই ঘটনার প্রতিবাদে দুই দিন ধরে তারা কর্মবিরতি পালন করছেন।এজাহারে সুনির্দিষ্টভাবে ৩জনকে আসামী করা হয়েছে।
সংগঠনের সভাপতি মোঃ সোহরাব হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ শরীফ হোসেন জানান, চাঁদাবাজ ও তদ্বিরবাজদের গ্রেফতার না করলে কঠিন আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।