মো:আলী আজগর খান পিরু:
গাজীপুর জেলায় এবারের এসএসসি পরীক্ষায় ৩২১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৪৩টি স্কুল থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। শতভাগ পাশ করা স্কুল গুলো থেকে মোট ১ হাজার ৪২৭জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এসব স্কুল গুলো হচ্ছে- রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, গাজীপুর রেসিডিয়েন্সি মডেল হাই স্কুল এন্ড কলেজ, ইকবাল সিদ্দিকী হাই স্কুল, বিওএফ হাইস্কুল, দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন হাইস্কুল, ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল, ক্যান্টনমেন্ট বোর্ড রাজেন্দ্রপুর, গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড গার্লস হাইস্কুল, ধীরাশ্রম গার্লস হাইস্কুল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর কৃষি বিশ^বিদ্যালয় স্কুল, লিংকন কলেজ, ওহাব আইডিয়াল পাবলিক স্কুল, ইজ্জতপুর হাইস্কুল, বাউনি গার্লস হাইস্কুল, অধ্যাপক রফিকুল ইসলাম একাডেমি, আলহাজ¦ মোসলে উদ্দিন হাইস্কুল, আবেদ আলী গার্লস হাইস্কুল, খিরাটি একে হাইস্কুল, মৌচাক স্কাউট হাইস্কুল, মালেক চৌধুরী মেমোরিয়াল গার্লস হাইস্কুল, প্রফেসর এম ই এইচ আরিফ হাইস্কুল, তুমুলিয়া বয়েজ হাইস্কুল, দক্ষিণ রাজনগর হাইস্কুল, জাতির পিতা বঙ্গবন্ধু হাইস্কুল, চাপাইর বিডি হাইস্কুল, গোলাম নবী হাইস্কুল, গোসাত্রা ড. জলিলুর হাইস্কুল, বিজয় স্বরণী হাইস্কুল, সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল, ত্রিমোহনী বিডি ইসলামিয়া হাইস্কুল, পাবুর গার্লস হাইস্কুল, ফুলবাড়িয়া আদর্শ হাইস্কুল, মনিংসান হাইস্কুল, বাঘিয়া মমিন উদ্দিন সরকার একাডেমি, বৌ ল্যাবরেটরী হাইস্কুল, গাছা হাই স্কুল, কলমেশ^র রোকেয়া স্বরণী গার্লস হাইস্কুল, জাঠালিয়া মজিদ চালা হাইস্কুল, কড়িহাতা হাইস্কুল, রামপুর হাইস্কুল, আক্তার বানু হাই স্কুল, মজিদ হাইস্কুল ও এক্সিল্যান্ট হাইস্কুল।
এছাড়া টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী স্কুল থেকে ২৮২ জন, জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৫৩ জন, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে ১১৯জন, টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ থেকে ১০০জন, কালিয়াকৈরে সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল থেকে ৯৭জন, রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে ৮৯জন, আনসার ভিডিপি হাই স্কুল থেকে ৮৮ জন ও এম ই এইচ আরিফ কলেজ থেকে ৭০ জন শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে।