ওসমান ফারুকের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ হাস্যকর: ফখরুল

Slider রাজনীতি

 

12552_fokhrul

 

 

 

 

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওসমান ফারুকের বিরুদ্ধে যুদ্ধাপরাদের যে অভিযোগ আনা হয়েছে তা শুধু হাস্যকরই নয়, অবাস্তবও। আমি যতদুর জানি, ঐ সময় তিনি বিদেশে অবস্থান করে পড়াশোনা করছিলেন। ওনার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আমাদের কাছে অস্বাভাবিক মনে হয়। এটি রাজনৈতিক কারণেই আনা হচ্ছে। বিএনপিকে আরো হেয় প্রতিপন্ন ও কোনঠাসা করার জন্যই এই ধরনের অভিযোগ আনা হচ্ছে। ব্যাংককে নিয়মিত শারীরিক চেকআপ শেষে বুধবার বিকেলে বেলা সোয়া ৩ টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের একাউন্টে আড়াই হাজার কোটি টাকার লেনদেনের বিষয়ে জনগণ জানতে চায়। এ বিষয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে তথ্য দিয়েছেন পারলে তা মিথ্যা প্রমান করুন। জনগণ এই বিষয়ে বিস্তারিত জানতে চায়। গত ২৮শে এপ্রিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে ব্যাংকক যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *