রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের অনুমোনদনক্রমে আমেরিকান ডেইরী লিমিটেড (এডিএল) এর নিজেস্ব অর্থায়ানে আন্তজার্তিক মান সম্পন্ন কৃত্রিম প্রজনন প্রশিক্ষণ কেন্দ্র গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামে প্রতিষ্ঠা করা হয়েছে।
এ উপলক্ষে ৪ মে বুধবার অপরাহ্নের ১:৩০ মিনিটে (এডিএল) এর কৃত্রিম প্রজনন প্রশিক্ষণ কেন্দ্র এর শুভ উদ্ধোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ এড. রহমত আলী এমপি।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় খামারীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই প্রজনন কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে শ্রীপুর উপজেলার বিভিন্ন খামারীরা উপকৃত হবে। তিনি আরো বলেন, দেশের অর্থনৈতিতে বড় ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আমেরিকান ডেইরী লিমিটেড এর চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকর্তাসহ আমেরিকান ডেইরী লি. এর ও স্থানীয় অথিতিরা উপস্থিত ছিলেন।