মানুষ কথা বলতে ভয় পাচ্ছে’

Slider জাতীয়

12410_sultana

 

মানুষ এখন কথা বলতে ভয় পাচ্ছে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এড. সুলতানা কামাল। তিনি বলেছেন, মানুষ কথা বলতে ভয় পাচ্ছে, সেটা আমরা অস্বীকার করতে পারব না। আজ রাজধানীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সুলতানা কামাল এ কথা বলেন। সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজক ইউনেসকো বাংলাদেশ, ম্যাস লাইন মিডিয়া সেন্টার ও ইনস্টিটিউট অব কমিউনিকেশনস স্টাডিজ। সুলতানা কামাল বলেন, কথা বলতে বা মত প্রকাশ করতে না পারা মুক্তিযুদ্ধের  চেতনার পরিপন্থি। সবকিছুই যে সরকার করে দেবে, তা নয়। নাগরিকদেরও দায়িত্ব আছে। গণতান্ত্রিক চর্চার যে ঘাটতি রয়েছে, সেটা  থেকে বেরিয়ে আসার ওপর গুরুত্ব দেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ও মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান শফিউল আলম ভূঁইয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *