কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, একের পর মানুষ হত্যার ঘটনা দেখে মনে হয় সরকার আক্রান্ত হলেও এই আইন-শৃঙ্খলা বাহিনী কিছু করতে পারবে না। অযোগ্য লোকদের হাতে নিরাপত্তার দায়িত্ব দিয়ে কেউ নিরাপদ থাকতে পারবে না।
আজ শনিবার কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে কৃষক শ্রমিক জনতা লীগ এলেঙ্গা পৌর কমিটি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।
বঙ্গবীর কাদের সিদ্দিকী আরো বলেন, ‘আওয়ামী লীগ চায় তাদের ভোট তারা দিবে, পাবলিকের ভোটও তারা দিবে। মানুষের ভোট এখন আর মানুষ দিতে পারে না, শয়তানের দল তাদের ভোট দিয়ে দেয়। এভাবে আর চলতে দেয়া যায় না।’
কালিহাতীর উপ-নির্বাচনে অংশগ্রহণ সম্পর্কে তিনি বলেন, ‘আমি এমপি হওয়ার জন্য মনোনায়নপত্র জমা দেই নাই। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য নির্বাচন করতে চেয়েছি।’
দেশের বর্তমান অবস্থা তুলে ধরে তিনি বলেন, ‘এই সরকার পাবলিক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। নিরপেক্ষ নির্বাচন হলে তারা ১৫ সিটও পাবে না।’
সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আজকে যে পুলিশ দিয়ে আমার মাথায় আঘাত করবেন, কালকে সেই পুলিশই আপনার মাথায় আঘাত করবে।’
আব্দুল বাছেদ তালুকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক, যুগ্ম-সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, আব্দুল হাই, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, হাসমত আলী, আবুল হোসেন মণ্ডল, লুৎফর রহমান সিদ্দিকী প্রমুখ।