ঢাকা : বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে জনমতকে সর্বাধিক গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেছেন, ‘সিম পুনঃনিবন্ধন প্রক্রিয়ায় যেসব সমস্যা রয়েছে তা সমাধানের পথও আমাদের মাথায় আছে।’
শনিবার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিন ঢাকায় টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘বাংলাদেশে টাওয়ার ব্যবসার সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তারানা।
প্রতিমন্ত্রী বলেন, ‘ব্যান্ডউইথজনিত কারণে সমস্যা হতে পারে। তবে বেশি সময় সার্ভার ডাউন থাকছে না। আসলে মোবাইল অপারেটরটা ভাবেননি শেষ মুহূর্তে এত বেশি চাপ হবে। যারা এই গরমের মধ্যে লাইন ধরে সিম-রিম পুনঃনিবন্ধন করাচ্ছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ।’
১ কোটি ২২ লাখ গ্রাহকের আঙুলের ছাপ নিয়ে যে বিভ্রান্তি তৈরি হওয়ায় সেগুলো পেন্ডিং অবস্থায় আছে। তবে দ্রুত সময়ের মধ্যে এ সমস্যাও সমাধান হবে।
এদিকে সিম পুনঃনিবন্ধনের সময় বাড়ানো হচ্ছে কিনা এ ব্যাপারে শনিবার (৩০ এপ্রিল) বিকেল ৫টায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে সংবাদ সম্মেলন করবেন প্রতিমন্ত্রী তারানা হালিম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শওকত মোস্তফা, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, মহাপরিচালক এমদাদুল বারী, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ’র (অ্যামটব) মহাসচিব টিআইএম নুরুল কবির, গ্রামীণ ফোনের চিফ করপোরেট অ্যাফায়ার্স অফিসার মাহমুদ হোসেন প্রমুখ।