দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন শাহাদাত

Slider খেলা

 

 

2016_04_28_15_35_41_VQErjJhJaK69khBEASSNpf0zpR5AkK_original

 

 

 

 

 

ঢাকা: গৃহকর্মী নির্যাতনের মামলায় বাংলাদেশের সব ধরনের ক্রিকেট থেকে বর্তমানে নিষিদ্ধ রয়েছেন শাহাদাত হোসেন রাজীব। এমনকি এই মামলায় জেলও খেটেছেন ডানহাতি পেসার। নিজের কৃতকর্মের জন্য দারুণ অনুতপ্ত তিনি। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন শাহাদাত।

গত ২২ এপ্রিল থেকে মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। গৃহকর্মী নির্যাতন মামালায় ডানহাতি পেসারের ওপর নিষেধাজ্ঞা থাকায় এই টুর্নামেন্টে খেলা হচ্ছে না শাহাদাতের। বৃহস্পতিবার মিরপুরে ডানহাতি পেসার বলেন, ‘আমি আমার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য অনুতপ্ত। এর জন্য আমি পুরো দেশ এবং জাতির কাছে ক্ষমা চাচ্ছি। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্টসহ সকল কর্মকর্তা এবং সকল খেলোয়াড়দের নিকট ক্ষমা চাচ্ছি। মানুষ মাত্রই ভুল করে, আমিও একটা ভুল করেছি।’

ক্রিকেট খেলা ছাড়া আর কোনো পেশার সঙ্গেও জড়িত নন শাহাদাত হোসেন রাজীব। ক্রিকেট খেলেই তার সংসার চলে। তাই জীবিকা নির্ধারণের জন্য আবারো ক্রিকেটে ফিরতে চান তিনি। ফলে এই সহযোগিতার জন্য দেশবাসীর কাছে আকুল আবেদনও রাখেন শাহাদাত, ‘ক্রিকেট আমার ধ্যান, জ্ঞান ও পেশা। আমি বিশ্বাস করি দেশকে, দেশের ক্রিকেটকে আমার এখনও কিছু দেয়ার বাকি আছে। এর জন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর সহয়তা চাই। চলতি ঢাকা প্রিমিয়ার লিগ দিয়েই আমি ক্রিকেটে ফিরতে চাই। তাই ক্রিকেটের স্বার্থে, জীবিকা নির্বাহের তাগিদে দ্রুতই ক্রিকেটে আবারো ফিরে আসতে চাই।’

প্রতিটি মানুষ তার কৃতকর্মের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়। তেমনি শাহাদাতও তার ভুল ‍বুঝতে পেরে অনুতপ্ত হয়েছেন। তাই দেশবাসীর কাছে ক্ষমা প্রর্থনা করছেন শাহাদাত। বলেন, ‘আমার বিষয়টির ব্যাপারে দেশবাসী, ক্রিকেটে বোর্ডসহ সকলের কাছে আকুল আবেদন করছি, অতীতের ভুল শুধরে আমি আবার আপনাদের আগের শাহাদাত হয়ে খেলার মাঠে ফিরতে চাই। আমি আমার অতীতের কৃতকর্মের জন্য আবারো সকলের কাছে অনুতপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *