কারা অব্যবস্থাপনায় তদন্ত কমিটি

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

DSC02890
স্টাফ করেসপন্ডেন্ট
গাজীপুর অফিস:  কাশিমপুরে হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে অব্যবস্থাপনা তদন্তে একটি কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক নূরুল ইসলাম।

বুধবার বিকেলে তিনি কারাগার পরিদর্শনে করে সন্ধ্যায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন তিনি।

জেলা প্রশাসক সূত্রে জানা যায়, কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের বিভিন্ন অব্যবস্থাপনা ও অনিয়ম নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে খবর প্রকাশ হয়। এর জের ধরে নূরুল ইসলাম  বিকেলে ওই কারাগার পরিদর্শন করেন। পরে তিনি কারাগারের বর্তমান অবস্থা যাচাই করেন।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোস্তফা কামালকে ওই কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য দুজন হলেন গাজীপুরের অতিরিক্ত একজন পুলিশ সুপার ও স্থানীয় গণপূর্ত দপ্তরের উপ-বিভাগীয় পর্যায়ের একজন কর্মকর্তা। তাঁদের সাত কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ওই কারাগারের জেলার জান্নাতুল ফরহাদ জানান, কারাগার নিয়ে তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, তা সঠিক নয়। তিনি আসার পর বন্দিদের অনৈতিক সুবিধা বন্ধ হয়ে যায়। ফলে ওইসব অনৈতিক সুবিধা ভোগকারী বন্দিদের সহযোগিতায় এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।

DSC02869

গাজীপুরের জেলা প্রশাসক নূরুল ইসলাম তদন্ত কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিবেদন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জমা দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২৩০০ ঘন্টা, আগস্ট ২৭,২০১৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *