চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুই যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছেন দুর্বৃত্তরা। নিহতরা হলেন- মোহাম্মদ হাশেম (৩২) ও মঞ্জু (২৯)। আজ সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব সরফভাটা পুদিনা বড় বাড়ি এলাকা থেকে তাদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। এরপর তাদের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
রাঙ্গুনিয়া থানার ওসি হুমায়ন কবির জানান, নিহত মনজু ও মো. কাশেমের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে। মনজু সরফভাটা সৈয়দুরখীল দক্ষিণ পাড়ার মনিরুজ্জামনের ছেলে। আর কাশেমের বাড়ি কাইন্দারকুল এলাকায়, বাবার নাম বাদশা মিয়া। ওসি আরও জানান, হামলাকারীরা আগে থেকে ঘটনাস্থলে ওতপেতে ছিল বলে ধারণা করা হচ্ছে। রাত দেড়টার দিকে তারা দুজনকে পেয়ে গুলি করে ও কুপিয়ে হত্যা করে।
গত ১লা মার্চ মধ্যম সরফভাটা এলাকায় উকিল আহমেদ নামে এক ব্যক্তি সন্ত্রাসীদের হামলায় নিহত হন। তার ছেলেকেও সেদিন কুপিয়ে আহত করা হয়। ওই ঘটনায় থানায় যে মামলা হয়েছে, তাতে এজাহারভুক্ত আসামি মনজু ও কাশেম। এই খুন আগের ঘটনার ধারাবাহিকতা কিনা- তা খতিয়ে দেখা হচ্ছে।
রাঙ্গুনিয়া থানার ওসি হুমায়ন কবির জানান, নিহত মনজু ও মো. কাশেমের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে। মনজু সরফভাটা সৈয়দুরখীল দক্ষিণ পাড়ার মনিরুজ্জামনের ছেলে। আর কাশেমের বাড়ি কাইন্দারকুল এলাকায়, বাবার নাম বাদশা মিয়া। ওসি আরও জানান, হামলাকারীরা আগে থেকে ঘটনাস্থলে ওতপেতে ছিল বলে ধারণা করা হচ্ছে। রাত দেড়টার দিকে তারা দুজনকে পেয়ে গুলি করে ও কুপিয়ে হত্যা করে।
গত ১লা মার্চ মধ্যম সরফভাটা এলাকায় উকিল আহমেদ নামে এক ব্যক্তি সন্ত্রাসীদের হামলায় নিহত হন। তার ছেলেকেও সেদিন কুপিয়ে আহত করা হয়। ওই ঘটনায় থানায় যে মামলা হয়েছে, তাতে এজাহারভুক্ত আসামি মনজু ও কাশেম। এই খুন আগের ঘটনার ধারাবাহিকতা কিনা- তা খতিয়ে দেখা হচ্ছে।