সম্প্রচার নীতিমালা নিয়ে হৈচৈকারীরা স্বৈরাচারের দালাল’

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

38598_enu
গ্রাম বাংলা ডেস্ক: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সম্প্রচার নীতিমালা নিয়ে যারা হৈচৈ করে তারা স্বৈরাচারের দালাল। নীতিমালা ও আইন এক না। এ বিষয়টি তারা বুঝতে চায় না।
দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশের চলচ্চিত্র নীতিমালার রূপরেখা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক, চলচ্চিত্র নির্মাতা মতিন খান, ঢাবি টেলিভিশন এন্ড ফিল্ম স্টাডিজ বিভাগের চেয়ারম্যান এ জে এম শফিউল আলম ভূঁইয়াসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
তথ্যমন্ত্রী বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে আমরা একটি সম্প্রচার নীতিমালা করতে যাচ্ছি। অথচ কিছু সুবিধাভোগী স্বৈরাচারের দালাল শ্রেণী এসব নীতিমালার কথা শুনে  হৈচৈ শুরু করেছে। চলচ্চিত্র শিল্প প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের চলচ্চিত্র শিল্পের সঙ্গে তাল মিলিয়ে এ বিষয়ে তথ্য প্রযুক্তির ক্রয় ও ব্যবহার নিশ্চিত করতে হবে। চলচ্চিত্র নির্মাণে সাম্প্রদায়িকতা বিরোধী বিষয় ফুটিয়ে তুলতে হবে এবং চলচ্চিত্র বিষয়ে আরও বেশি অধ্যয়ন ও চর্চা করতে হবে। আলোচনা সভায় মন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে বলেন, খালেদা জিয়া নারী নেত্রী হয়েও নারীর উন্নয়নে বাধা সৃষ্টি করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *