গাজীপুরের শ্রীপুর রেল স্টেশনে যমুনা এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবীতে বিক্ষোভ করেছে যাত্রী ও এলাকাবাসী। সোমবার সকাল পৌণে ৭টায় রেলপথে দাঁড়িয়ে হাজার হাজার লোকজন বিক্ষোভে অংশ নেয়। যাত্রাবিরতিতে সমর্থন জানিয়ে শ্রীপুর বাজারের ব্যবসায়ী, রাজনীতিক, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সকল শ্রেণী পেশার মানুষ রেলপথে অবস্থান নেন। ট্রেনটি শ্রীপুর রেলস্টেশনে ১৫ মিনিট যাত্রাবিরতি করে।
পরে বিক্ষোভকারীরা রেলপথের অবস্থান ছেড়ে দিলে ট্রেনটি স্টেশন ছেড়ে যায়। যাত্রীরা জানায়, ময়মনসিংহ থেকে ঢাকাগামী ট্রেনটি শ্রীপুর স্টেশনে যাত্রাবিরতি করলে প্রতিদিন হাজার হাজার মানুষের কর্মঘন্টা বাঁচবে। যাত্রাবিরতি নির্ধারিত না হওয়া পর্যন্ত যাত্রী ও এলাকাবাসী তাদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এ ব্যাপারে শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মোতালেব জানান, এলাকার লোকজন ও যাত্রীরা রেলপথে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে বিক্ষোভ করে। রেলপথে তাদের অবস্থানের কারণে ট্রেনটি কিছুক্ষণ যাত্রাবিরতি করে।