এদের ঘুম কেড়ে না নেয়ার আহবান

Slider গ্রাম বাংলা বাধ ভাঙ্গা মত সম্পাদকীয় সারাদেশ

images (1)

 

মারলে হাতে ব্যাথা হচ্ছে না ও মার খেয়েও ব্যাথা লাগছে না বলে উভয় পক্ষের নীরবতার মধ্যে বেশ দিন কেটে যাচ্ছে।  এবার মনে হয় আর নীরব থাকা হচ্ছে না। পরিস্থিতি বলছে রাজনৈতিক মাঠ গরম হওয়ার পথে। তবে যাই হউক জনগনের ভোট থাকুক আর নাই থাকুক ঘুম যেন কেড়ে নেয়া না হয়। হরতাল অবরোধ সহিংসতা সরকারী বেসরকারী নির্যাতন নীরিহ মানুষ খুন কোন ভাবেই কাম্য হতে পারে না। এক মুঠো ভাত খেয়ে কাগুজের ঘরে যেন নিশ্চিন্তে ঘুমানো যায় যে দাবি থাকল। হাঁড়ভাঙা থাটুনির সময় কোন এলোমেলো গুলি বুকে বিদ্ধ হয়ে যেন কাউকে মরতে না হয় অনুরোধ থাকল।

২০১৪ সালের নির্বাচনের পর বিএনপির পক্ষ থেকে তেমন কোন উত্তেজনাকর কর্মসূচি দেয়া হচ্ছে না। জামায়াতে ইসলামী তাদের দলীয় নেতাদের প্রয়োজেন বিচ্ছিন্ন কিছু কর্মসূচি দিলেও তেমন কোন প্রতিক্রিয়া মাঠে নেই। সরকার কর্তৃক বিরোধী দমনে রুটিন ওয়ার্ক চলছে। মার হচ্ছে, মার খাচ্ছে তবে শব্দ হচ্ছে না। এই রীতিটার বত্যয় ঘটার হুমকি বিএনপি দিচ্ছে। আবারও সরকার দিচ্ছে। তবে বিএনপির হুমকি উচ্চ স্বরে আর সরকারের হুমকি কর্মকান্ডে। রাজনীতির মারপ্যাচে যাই হউক হরতাল অবরোধ জনগন চায় না। উভয় পক্ষকে শান্ত ও নীরব থেকে যার যার কাজ করলে দেশের জন্য মঙ্গল হয়। জনগনের ভোট থাকুক আর নাই থাকুক একটু শান্তিতে ঘুমাতে দেয়ার আহবান রইল। সাধারণ মানুষ ঘরের ভেতরে ও বাইরে যেন নিরাপদ থাকে এই আহবান রইল।

ড. এ কে এম রিপন আনসারী

এডিটর ইনচীফ

গ্রামবাংলানিউজটোয়েন্টিফোর.কম

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *