গ্রাম বাংলা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ বিকেলে ছাত্রলীগ ও শিবিরকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে প্রথম আলোর চবি প্রতিনিধি তাছলিম হাসানকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ক্যাম্পাসে মানববন্ধন করে। এসময় এক শিক্ষার্থী মানববন্ধনের ছবি তুলেন। জোহর নামাজের পরে ছাত্রলীগকর্মীরা ওই শিক্ষার্থীকে শিবিরকর্মী দাবি করে ব্যাপক মারপিট করে। এ ঘটনার প্রতিবাদে বিকেলে শিবিরকর্মীরা ক্যাম্পাসে মিছিল বের করে। এসময় শিবিরের মিছিল লক্ষ্য করে ছাত্রলীগকর্মীরা গুলি ছুড়লে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় অনেকগুলো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ থেকে ১৫ রাউন্ড গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।