গ্রাম বাংলা ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তের শাহ আরেফিন মাজার এলাকার যাদুকাটা নদী থেকে আজ রোববার বেলা ২টার দিকে ছয় বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ।
তারা হলেন- লাউড়গড় গ্রামের আব্দুল আজিকের ছেলে সৈকত (১৮), আলেক মিয়ার ছেলে জানু (১৭), আব্দুর রাজ্জাকের ছেলে মুরসায়েম (১৮), আব্দুন নূরের ছেলে মুক্তার (১৭) দেলোয়ারের ছেলে কালা মিয়া (১৭) ও সাইদাবাদ গ্রামের আব্দুল বারেকের ছেলে মিছবাহ (১৬)।
স্বজনদের অভিযোগ, পাহাড়ি ঢলে ভেসে আসা গাছ উদ্ধার করতে গেলে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।
স্থানীরা জানান, প্রচণ্ড বৃষ্টির কারণে সৃষ্ট পাহাড়ি ঢলের সাথে ভারত থেকে গাছ ভেসে আসছিল। গাছগুলো উদ্ধারের সময় বিএসফ তাদের ধরে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
৮ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার কর্নেল গোলাম মহিউদ্দিন জানান, আটককৃতদের ফিরিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে।