গাজীপুর: গাজীপুর মহানগরের লক্ষিপুরা, উত্তর বিলাশপুর ও ভূরুলিয়া এলাকায় মিটার বাইপাস করে বিদ্যুৎ চুরির দায়ে ৬ জনকে ৯ লাখ ২৮ হাজার ৪৪ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. রেবেকা সুলতানা।
গাজীপুর পল্লীবিদ্যুৎ শাখার ডিজিএম (টেকনিক্যাল) হারুন অর রশিদ জানান, মিটার বাইপাস করে বিদ্যুৎ চুরির দায়ে ৬ জনকে ৯ লাখ ২৮ হাজার ৪৪ টাকা জরিমানা করা হয়েছে।
এদের মধ্যে লক্ষিপুরা এলাকার মো. নূরুল ইসলামকে ১ লাখ ৬১ হাজার ৩৭৭ টাকা, মো. নাজির মোল্লাকে ১ লাখ ৭২ হাজার ৮৬৮ টাকা, উত্তর বিলাশপুর এলাকার মো. রুহুল আমিনকে ১ লাখ ৮৪ হাজার ৩৬০ টাকা, মো. আমির উদ্দিন খানকে ৪০ হাজার ৭২০ টাকা, ভ’রুলিয়া এলাকার খায়রুন নাহারকে ২ লাখ ৭ হাজার ৩৪২ টাকা ও মো. রফিকুল ইসলামকে ১ লাখ ৬১ হাজার ৩৭৭ টাকা জরিমানা করা হয়েছে।