কাউন্সিলের ২০ দিন পর বিএনপির নতুন কমিটির যুগ্মমহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের নাম ঘোষণা হয়েছে। যুগ্ম মহাসচিবদের মধ্যে আছেন, এ এম মাহবুবউদ্দিন খোকন, মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিবুন-নবী খান সোহেল, হারুনুর রশীদ ও আসলাম চৌধুরী। সাংগঠনিক সম্পাদক হয়েছেন, ফজলুল হক মিলন, নজরুল ইসলাম মঞ্জু, শাহাদাত হোসেন, আসাদুল হাবিব দুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিলকিস শিরীন ও শামা ওবায়েদ।
আজ বিএনপির সিনিযর যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করেন। কাউন্সিলের ১০ দিন পর মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে রুহুল কবির রিজভীর নাম অনুমোদন করেছিলেন খালেদা জিয়া। ১৯ মার্চ অনুষ্ঠিত কাউন্সিলে খালেদা জিয়াকে চেয়ারপারসন ও তারেক রহমানকে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে পুননির্বাচিত করা হয়।